তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার(১৩ জানুয়ারী) রাত ১০ টার দিকে পৌর সদরের প্রানী সম্পদ অফিসের সম্মুখে(স্মৃতিসৌধ) যশোর- সাতক্ষীরা মহাসড়কে। মৃত যুবক আবু রায়হান(২০)। সে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামের শাহাজাহান মোড়ল মুহুরির ছেলে। জানা গেছে, একটি পণ্যবাহী ট্রাক(যার নং- ঢাকা মেট্রো ট – ২০-৯৭৬৯) সাতক্ষীরা থেকে যশোর অভিমুখে যাওয়ার পথে ওই স্থানে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ফিজার মোটরসাইকেলের চালক সজোরে এসে ট্রাকের মুখোমুখি ধাক্কা মারে। ধাক্কায় মোটারসাইকেল চালকের মাথা সহ শরীরের বিভিন্ন অঙ্গে মারাত্মক আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্ত্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠালে সেখান থেকে খুলনা সার্জিক্যাল হাসাপাতালে নেয়ার পথে রাত ১২ টার দিকে পথেই ওই যুবকের মৃত্যু হয়। সম্প্রতি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ যুবক আবু রায়হানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রসঙ্গত, এলাকার সচেতন মহল ও অভিভাবকরা দূর্ঘটনায় অকাল মৃত্যুর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। উপজেলা ব্যাপি ইতোমধ্যে উঠতি বয়সী কিশোর, যুবক ও কিছু অসেচতন ব্যক্তি যেভাবে হেলেদুলে, বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় ও দ্রুত গতিতে ট্রাফিক আইন অমান্য করে সড়ক পথে মোটরসাইকেল নিয়ে ঝড়ের বেগে জনবহুল এলাকা অতিক্রম করছে তাতে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে আরও কতো বাবা, মা, স্বজনদের ও পথচারীদের বুক খালি হবে সেটি নিয়ে আশংখা ও উদ্বেগ প্রকাশ করেন। উদ্বিগ্ন এলাকাবাসি, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন সহ সকল সচেতন মহলকে এই দূর্ঘটনার কবল থেকে রেহাই পেতে সরকারি নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।