তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো:সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার( ৫ জুলাই) বেলা দেড়টার দিকে পৌর সদরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে মেসার্স আহাদ ট্রেডার্স’র স্বত্বাধিকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন পাট উৎপাদন সহকারী আমির হোসেন, পুলিশ কর্মকর্তা ও বেঞ্চ সহকারী আঃ মান্নান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান সরকারি নির্দেশনা মোতাবেক ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।