কলারোয়ার বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু কারাবন্দি অবস্থায় মৃত্যু

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:

কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করা সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সাবু’র (৫৮) দাফন কার্য সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ জুন) সাতক্ষীরা জেলা কারাগারে অন্তরীন অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ৯টার দিকে খুলনা ২৫০বেড হাসপাতালে নেয়ার পরকর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন (ইন্না..রাজিউন)। মাহফুজুর রহমান সাবু কলারোয়া পৌরসভাধীন ঝিকরা গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (১৫ জুন) আছরের নামাজের পর পৌরসভাধীন ঝিকরা জামে মসজিদ চত্বরে
জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজ
পরিচালনা করেন ওই মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান। জানাজা পূর্বক
প্রয়াতের বড় ভাই কলারোয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মাগফুর রহমান রাজু
আলোচনা করেন। জানাযায় অংশগ্রহন করেন  বিএনপি ও অন্যান্য দলের নেতৃবৃন্দসহ
বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মুসল্লীগণ। উল্খ্যে, ২০০২ সালে সাতক্ষীরার
কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার
গাড়িবহর হামলা মামলায় চলতি বছরে আদালতের রায়ে প্রায় ৪বছরের সাজাপ্রাপ্ত
আসামি হিসেবে গত ২৭ মার্চ থেকে সাতক্ষীরা জেলা কারাগারে অন্তরীন ছিলেন
মাহফুজুর রহমান সাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here