কালিগঞ্জে মহান ২১ ফেব্রুয়ারী উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

0
0
শেখ ফারুক হোসেন -কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অমর ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নরীম আলী মুন্সী, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারন সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক  রবীন্দ্রনাথ,  কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা এস,এম, মমতাজ হোসেন, সরকারী কালীগঞ্জ কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, সরকারী এম, খাতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী, অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, কালিগঞ্জ থানার এসআই গোবিন্দ প্রমূখ। উক্ত সভায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস  এর প্রতিনিধিসহ  অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে কালিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকালে প্রভাত ফেরি, সরকারের বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, এছাড়া শহীদ মিনার প্রাঙ্গণে সুন্দর হস্তাক্ষর লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় শেষ পর্যায়ে বাংলাদেশ যুব ক্রিকেট দল ভারতকে হারিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানানো হয় এবং এ উপলক্ষে ১১ ফেব্রুয়ারী মিষ্টি  বিতরনের সিদ্ধান্ত গৃহীত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here