শেখ ফারুক হোসেন : কালিগঞ্জ প্রতিনিধি :
আটক ৩
সাতক্ষীরার কালিগঞ্জ থেকে চুরি হওয়া মোটর সাইকেল সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা থেকে উদ্ধার হয়েছে। এসময় মোটর সাইকেল চোরচক্রের তিন সদস্যকে আটক করা হয়। তারা হলেন ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামের আলীমুদ্দিন সরদারের ছেলে আসমত উল্লাহ, মৃত আজিজ মোড়লের ছেলে ইয়াছিন মোড়ল ও শহিদ সরদারের ছেলে ডালিম সরদার।
থানা সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পরমান্দকাটি গ্রামের মৃত বৈদ্যনাথ ভাইয়ার ছেলে সুব্রত ভাইয়ার একটি হ্যাঙ্ক মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় চোরচক্র। এরপর তিনি ২৬ ফেব্রুয়ারি কালিগঞ্জ থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কালিগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে ফিংড়ী ইউনিয়নের গাভা থেকে চুরি হওয়া মোটর সাইকেলসহ আসমত উল্লাহকে আটক করেন। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী ব্যাংদহা থেকে ইয়াছিন মোড়ল ও ডালিম সরদারকে আটক করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।