অমিত কুমার ঢালী,কয়রা( খুলনা):
চারদিকে শীতের পিঠার মৌ মৌ গন্ধ। এমন মিষ্টি-মধুর পরিবেশে কয়রা সরকারি মহিলা কলেজের শত শত ছাত্রী-শিক্ষক যোগ দিয়েছেন পিঠা উৎসবে। ৪ টি স্টলে বিভক্ত হয়ে সকল শিক্ষার্থী বিভিন্ন রকমের পিঠা নিয়ে হাজির হয়েছে । গ্রাম বাংলার পিঠাপুলির স্বাদ নিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও মঙ্গল বার (২৮ জানুয়ারি) বেলা ১১টা হতে সন্ধ্যা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করা হয়।
পিঠা উৎসবের আলোচনা সভায় মহিলা কলেজের অধ্যাক এস এম আমিনুর রহমানের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার শাহা, বিশেষ অতিথি কয়রা থানা অফিসার্স ইনচার্জ মোঃ রবিউল হোসেন, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাংবাদিক বৃন্দ ও কলেজের অধ্যাপক সহ শিক্ষার্থী বৃন্দ।
অধ্যাক এস এম আমিনুর রহমান বলেন, গ্রামীণ ঐতিহ্যের অনেক কিছুই বিলুপ্তির পথে। সেগুলোকে টিকিয়ে রাখতে ও সবাইকে পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ উৎসবের আয়োজন। হরেক রকম পিঠার পসরা সাজিয়ে স্টল দিয়ে বসেছেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করে সবাইকে পরিচয় করিয়ে দেওয়াই মেলার উদ্দেশ্য।