সড়ক দুর্ঘটনা রোধে সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে -খুলনা সিটি মেয়র

0
1
খুলনা প্রতিনিধি –

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ব্যাপক জনসচেতনতার মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব। ঝুঁকিপূর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন চলাচলের কারণেই বেশির ভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে। তবে লাইহেন্সবিহীন ও অনভিজ্ঞ ড্রাাইভার এবং চলাচলে অসচেতনতার কারণেও দুর্ঘটনা ঘটছে। এ জন্য পরিবহন সেক্টরের সকলকে সচেতনতার সাথে লোভ লালসার উর্ধ্বে থেকে কাজ করতে হবে। তিনি বলেন, দুর্ঘটনা রোধকল্পে বর্তমান সরকার মহাসড়কসমূহ পর্যায়ক্রমে চার লেনে উন্নীতকরণসহ নানা পরিকল্পনা হাতে নিয়েছে। সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে গৃহীত কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে হবে।
সিটি মেয়র মঙ্গলবার সকালে জেলা প্রশাসক-খুলনার সম্মেলন কক্ষে ‘‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯’’ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘‘জীবনের আগে জীবিকা নয়-সড়ক দুর্ঘটনা আর নয়’’ প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন-খুলনার সহযোগিতায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-খুলনা সার্কেল এ আলোচনা সভার আয়োজন করে।
খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: ইউসুপ আলি’র সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসিবে বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিত কুমার পোদ্দার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক, বিশিষ্ট শিল্পপতি কাজী বেলায়েত হোসেন, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব, সড়ক ও জনপথ বিভাগ-খুলনার নির্বাহী প্রকৌশলী তাপসী দাস, বিআরটিএ-খুলনার উপ-পরিচালক মহসিন হোসেন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: তারিক রহমান, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু, খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মো: নুরুল ইসলাম বেবী ও নিরাপদ সড়ক চাই-খুলনার সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব। এর আগে দিবসটি পালন উপলক্ষে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে একটি সচেতনতামূলক র‌্যালী বের করা হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নেতৃত্বে র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here