খুলনা প্রতিনিধি –
ঘূর্ণিঝড়ে খুলনায় তিন হাজারেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে কয়রা উপজেলায় ১ হাজার ৫০০ এবং দাকোপ উপজেলায় ১ হাজার ৭৬৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
এছাড়া দাকোপ উপজেলায় ৩১৫টি চিংড়ির ঘের ও ৪২৫টি পুকুর ভেসে গেছে।
জেলা কন্ট্রোল রুমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
এদিকে ঝড়ের কারণে রাত ২টা থেকে এ দুটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।