অমিত কুমার ঢালী,কয়রা(খুলনা) প্রতিনিধি : হিন্দু ধর্মীয় একটি বড উৎসব হলো রাস। এই ধর্মীয় উৎসব কে কেন্দ্র করে কয়রা উপজেলার (খুলনা) শুডিখালী নদীতে মহিলাদের ঐতিহ্যবাহী ও মনোজ্ঞ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। দুই-এক দিন আগেই নৌকা বাইচটি আনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় (বুলবুল) এর কারণে তা পিছানো হয়। রাস উৎযাপন কমিটি শুডিখালি,কয়রা,খুলনা এর উদ্দোগে শনিবার তাং:১৬-১১-২০১৯ বিকাল ৪টা-৫টা পযর্ন্ত এ মহিলা নৌকা বাইচটি অনুষ্ঠিত হয়। মোট ৩টি দল এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী দল গুলো হলো ১. মযূরপক্ষী (অধিনায়ক: মীরা রানী, দক্ষিণ চান্নিরচক) ২. ভাই ভাই দূরন্ত( অধিনায়ক :সন্ধ্যা রানী গোলদার, উত্তর চান্নিরচক) ৩. চরতালা( অধিনায়ক :চিন্তা রানী সরকার, সাতক্ষীরা )।
মহিলাদের নৌকা বাইচ উপভোগ করতে হাজার-হাজার দর্শনার্থীর সমাগম ঘটে শুডিখালী নদীর পাডে। নারী -পুরুষ,যুবক-যুবতী সহ নানা বযসের মানুষের ভিডে দুই পাড কানায়-কানায় ভরে ওঠে। মানুষের ভিডে পা ফেলার জায়গা পাওয়া ভার।
মোট ৩টি ধাপে এ মহিলা নৌকা বাইচটি অনষ্ঠিত হয়। ভাই-ভাই দূরন্ত ও চরতালা উক্ত দল দুটোকে পিছনে ফেলে বিজয়ী হয় ময়ূর পক্ষী দলটি। দ্বিতীয় স্থানে থাকে ভাই-ভাই দুরন্ত এবং তৃতীয় স্থানে থাকে চরতালা।
বাবু প্রসান্ত গাইন, ইউপি সদস্য ৬নং ওয়ার্ড,কয়রা,খুলনা এর সভাপতিত্বে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আমীর আলী গাইন,চেয়ারম্যান ১নং আমাদী ইউনিয়ন,কয়রা,খুলনা বিজয়ীদের মধ্যে মধ্যে পুরষ্কার বিতরন করেন এবং স্বাগত বক্তব্য রাখেন।
উক্ত মহিলা নৌকা বাইচে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ শফিকুল ইসলাম- উপজেলা
চেয়ারম্যান,কয়রা,খুলনা, বাবু শিমুল কুমার সাহা- উপজেলা নির্বাহী অফিসার কয়রা,খূলনা, বাবু অমলেন্দু সানা-ইউপি সদস্য ৫নং ওয়ার্ড, কয়রা,খুলনা, জনাব
আব্দুস সবুর ঢালী -সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ আমাদী,কয়রা, খুলনা, সূচিএা রানী সরদার -ইউপি সদস্যা ৬নং ওয়ার্ড,কয়রা,খুলনা।
আরও উপস্থিত ছিলেন আব্দুস সালাম কেরু- প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ১নং ওয়ার্ড গডইখালী,পাইকগাছা, বীরমূক্তিযোদ্ধা নজরুল ইসলাম সানা, জনাব হাবিবুর রহমান সহকারী কৃষি কর্মকর্তা,কয়রা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।।