খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কার্যালয়ে দুদকের অভিযান

0
1

সমাজের কণ্ঠ  ডেস্ক  :১৯ আগস্ট, ২০১৯ –

ভবন নির্মাণের অনুমোদনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সহকারী পরিচালক মোহাম্মদ শাওন মিয়ার নেতৃত্বে সোমবার (১৯ আগস্ট) দুপুরে এ অভিযান চালায় খুলনা দুদকের একটি টিম।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযানে কেডিএর প্লানিং ও অথরাইজ শাখার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক কর্মকর্তারা। এ সময় নগরীর বেশ কিছু ভবনের নকশার অনুলিপি ও বিভিন্ন কাগজপত্র পর্যবেক্ষণ করেন তারা। পরে নগরীর বিভিন্ন স্থানে অনিয়মের মাধ্যমে অনুমোদন পাওয়া ভবন পরিদর্শন করেন দুদকের ওই টিম।
দুদক জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভবন অনুমোদনে কেডিএর অনিয়মের ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ অভিযানের সত্যতা মিললে প্রতিবেদন সদর দপ্তরে প্রেরণ করে অধিকতর অনুসন্ধানের জন্য অনুমতি চাওয়া হবে বলেও জানান দুদকের ওই কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here