অমিত কুমার ঢালী, কয়রা:৮ ডিসেম্বর ২০১৯ রবিবার কয়রার ১নং আমাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় ও শীতার্তদের মাঝে সকাল ১১টায় শীতবস্ত্র বিতরণ করা হয়। আমাদী ইউনিয়নের মোট ৪৪৫ জন অসহায় ও হত দরিদ্রের মাঝে সরকারি সহায়তায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীতের শুরুতেই সরকারি সহায়তায় শীত বস্ত্র পাওয়ায় সবাই খুব উচ্ছলিত। এমন একজন সুবিধাভোগী নাকসা গ্রামের বিধবা বাসিন্দা স্বরবানু জানান, ‘শীতের শুরুতে আমার মত একজন গরীব বযস্ক লোক কম্বল পেয়ে খুবই খুশি, আমাকে কম্বল দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই,।
শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমির আলী গাইন, ১নং আমাদী ইউনিয়ন পরিষদ,কয়রা। তিনি সবসময় অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ নূর আলম, ইউপি সচিব,১ নং আমাদী ইউনিয়ন পরিষদ, ইউডিসি উদ্যোক্তা লিটন আহমেদ, গ্রাম আদালত সহকারী উৎপল মন্ডল, ট্যাগ অফিসার মো: হাবিবুর রহমান, ইউপি সদস্য মোঃ রেজাউল সানা, অজয় বিশ্বাস গোল্ডেন,মেম্বার ৪নং ওয়ার্ড, মোঃ হাবিবুল্লাহ,মেম্বার ৯নং ওয়ার্ড, মোছা: দিলরুবা খাতুন, মোছাঃ শেফালী খাতুন।
আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা: কে. এল. দাস, মোঃ মুস্তাফিজুর রহমান ও রমেশ চন্দ্র মন্ডল এবং গন্যমান্য রাজনৈতিক ব্যক্তি বর্গ।