মোঃ ইসহাক আলী কয়রা (খুলনা) খুলনার কয়রায় পাউবোর বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে মাছের ঘের, পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার। জানা গেছে, ঘূর্ণিঝড় ইয়াশ কে সামনে রেখে ভরা পূর্ণিমায় নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ভেঙে গেছে মহারাজপুর ইউনিয়ানের দশহালিয়া ও মঠবাড়ি(পবনা), দক্ষিণ বেদকাশী ইউনিয়ানের আংটিহারা, গোলখালী, উত্তর বেদকাশীর গাতীর ঘেরি, মহেশ্বরীপুরের তেঁতুল তলার চর। দক্ষিণ বেদকাশী ইউনিয়ানের চেয়ারম্যান জিএম শামসুর রহমান বলেন, নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় আংটিহারা ও গোলখালী নামক স্থানে বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া জোড়শিং বাজার হতে বীণাপাণি অভিমুখে রাস্তা উপচে জোয়ারের পানি ভেতরে প্রবেশ করছে। মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু বলেন, কপোতাক্ষ ও শাককবাড়িয়া নদীর পানি বৃদ্ধি হওয়ায় দুপুরের দিকে দশ হালিয়া ও মঠবাড়ী (পাবনা) নার বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে মাছের ঘের, পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার। কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির বলেন ইউনিয়নের ৭টি যায়গায় পানি উপছে লোকালয়ে প্রবেশ করার উপক্রম হয়ে পড়ে তাতক্ষনিক এলাকার স্থানীয় জনগন কাজ করে পানি পানি আটকাতে সক্ষম হয় জরুরী ভিত্তিতে এসব এলাকায় কাজ করার দাবি জানান তিনি। এছাড়া বিভিন্ন যায়গায় খবর নিয়ে যানা গেছে ৪০টি স্থানের পানি উপছে লোকালয়ে প্রবেশ করার খবর পাওয়া গেছে ।সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড -২ এর নির্বাহী প্রকৌশলী রাশেদুজ্জামান বাপ্পি বলেন, ভেঙে যাওয়া বেরিবাধ আটকানোর জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। এ জন্য পাউবোর পক্ষ থেকে বস্তা ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হবে। কয়রা উপজেলা নির্বাহি অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, ভেঙে যাওয়া বেড়িবাঁধ স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে ভিত্তিতে মেরামত করার কাজ অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে ভেঙে যাওয়া বেড়িবাঁধ আটকানো সম্ভব হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম বলেন, মহারাজপুর ও দক্ষিণ বেদকাশী ইউনিয়ানে ভেঙে যাওয়া বেরিবাঁধ দ্রুত সময়ের মধ্য আটকানো হবে এবং যে সমস্ত এলাকায় অভার ফ্লো হয়ে জোয়ারের পানি ভিতরে প্রবেশ করেছে সেগুলো মেরামত করা হবে’। কয়রা পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোহাঃ আক্তারুজ্জামান বাবু গত কাল দিন ব্যাপী কয়রার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি বলেন ভেঙে যাওয়া বেঁড়িবাঁধ দ্রূত সময়ের মধ্যো মেরামত করা হবে।