কলারোয়া সীমান্তের কথিত সাংবাদিক শরিফুল ফেন্সিডিল সহ আটক

0
0

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের কাঁকডাঙ্গা সীমান্ত থেকে সাংবাদিক পরিচয়দানকারী শরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে ৩৩ ব্যাটালিয়নের কাঁকডাঙ্গা বিওপি’র সদস্যরা। আটককৃত শরিফুল ইসলাম (২৫) উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কেঁড়াগাছি গ্রামের আব্দুল ওহাবের ছেলে । বিজিবি কাঁকডাঙ্গা বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩ টা ১০ মিনিটের দিকে এপাছি ১৬০ সিসি মোটরসাইকেলে করে ৫০ বোতল ফেনসিডিল নিয়ে কাঁকডাঙ্গা সীমান্ত ফাঁড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কাঁকডাঙ্গা বিওপি’র সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে থামানোর চেষ্টা করলে সে টহলরত বিজিবি সদস্যদের ভীতি প্রদর্শন করে পলায়নের চেষ্টাকালে সে ধৃত হয়। এসময় শরিফুল ২৪ ঘন্টা ডট টিভি /দৈনিক দক্ষিণাদূত ও দৈনিক পত্রদূতের পরিচয়পত্র প্রদর্শন করে । এ সময় তার কাছ থেকে এপাছি ১৬০ সি সি মোটরসাইকেল, প্যাকেটে থাকা ৫০ বোতল ফেনসিডিল ও একাধিক সংবাদ পত্রের পরিচয়পত্র উদ্ধার করা হয়। অনুসন্ধানে জানা গেছে, সাংবাদিক পরিচয় দিয়ে শরিফুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। সে সীমান্তের চোরাকারবারিদের থেকে নিয়মিত চাঁদা আদায় করতো বলে জানিয়েছে একাধিক স্থানীয় সূত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here