কলারোয়ায় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

0
0

জুলফিকার আলী.কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় পর্দা নামলো দু’দিনব্যাপী জমজমাট বিজ্ঞান ও প্রযুক্তি মেলার। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার ৪১ তম বিজ্ঞান মেলা-২০২০ এবং বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়। যার সমাপনী হয় সোমবার বিকেলে। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। এবারের মেলায় বিপুল শিক্ষার্থীর ঢল নামে। বিশেষ করে সোমবার দ্বিতীয় দিনে। মেলার সার্বিক ব্যবস্থাপনাও ছিলো চোখে পড়ার মতো। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার সমাপনী দিনে সোমবার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজনীন খুকু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অমল কুমার সরকার, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, সহকারী শিক্ষা অফিসার হারুন আর রশিদ মোল্লা, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, প্রভাষক শাহ নেওয়াজ, অধ্যক্ষ এসএম সহিদুল আলম, অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক আবদুর রব, প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক রুহুল আমিন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, প্রভাষক সাংবাদিক সাইফুল ইসলাম, প্রভাষক সালাহউদ্দীন পারভেজ, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাংবাদিক এসএম ফারুক হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বাঙালি জাতির শ্রেষ্ঠ সস্তান বীর মুক্তিযোদ্ধাদের পরিচালিত স্টল, উপজেলার বিভিন্ন কলেজ, হাইস্কুল ও মাদ্রাসার ৩৪টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের নতুন ভাবনার একাধিক প্রজেক্ট উপস্থাপন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শাহাজান আলী শাহিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here