কলারোয়ার মর্মান্তিক মটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত ১ সহ আহত দুই

0
6

ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় মর্মান্তিক মটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্র আব্দুস সালাম (১৪) নিহতসহ দুই জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ই জুন) বিকাল ৪টার দিকে উপজেলার কাজীরহাট কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটলে মটরসাইকেল আহরী রাস্তায় চলাচলরত বাইসাইকেল আহরীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে স্কুল ছাত্র সালাম নিহত হয়। এ ঘটনায় মটর সাইকেলের পিছনে বসা সহপাঠি রাসেল (২২) ও বাই সাইকেলে থাকা বিল্লাল হোসেন (২১) আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলারোয়া হাসপাতাল ও বাঁগআচড়া ক্লিনিকে নিয়ে যায়। নিহত আব্দুস সালাম উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের ফজলুল হক ফজের ছেলে ও কে কে ইউ পি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। আর আহত সহপাঠী রাসেল একই গ্রামের আলী হোসেনের ছেলে এবং আহত বিল্লালের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার দিকে নিহতসহ আহত সহপাঠী ব্লু রংয়ের এ্যাপাসি মটরসাইকেল যোগে কাজীরহাট বাজারের দিকে আসছিলেন কাজে। পথিমধ্যে ওই কলেজের সামনে পৌছালে রাস্তার চলাচলরত বাই সাইকেলে আহরীকে সাইড নিতে গিয়ে দ্রুতগতির মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সজরে ধাক্কা লাগলে ঘটনাস্থল মটর সাইকেল আহরী আব্দুস সালাম নিহত হন। আর মটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মটরসাইকেলের পিছনে বসা সহপাঠি রাসেল ও বাইসাইকেল চালক আহত হয়েছে বলে জানা যায়। বর্তমানে আহত রাসেলের অবস্থা গুরুত্বর। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে দূর্ঘটনার খবর পেয়ে থানার এসআই সুবীরের নেতৃত্ব পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করেন আর নিহতের লাশ ও ক্ষতিগ্রস্থ মটর সাইকেলটি থানায় নিয়ে আসেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত সালামের লাশ পোস্ট মডামের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা ও মামলা দায়েরের প্রম্তুতি চলছিল বলে থানা থেকে জানা যায়।ঙৃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here