ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় ছাগলে উড়না ছিঁড়ে ফেলার অভিযোগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত জখম হয়েছেন আজাহারুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ। ঘটনাটি শুক্রবার (২১ই জুন) সকাল ৯ টার দিকে উপজেলার উত্তর ভাদিয়ালী ফুলতলা গ্রামে ঘটলে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে এনে চিকিৎসা দিয়ে বেডে ভর্তি করে দেন। আহত আজহারুল ইসলাম উত্তর ভাদিয়ালী গ্রামের আব্দুল ওয়াদুদ আলীর ছেলে। হাসপাতালে আহত আজহারুলের স্ত্রী ফাহিমা খাতুন জানান, গত ৪/৫ দিন আগে তার পোষা ছাগল প্রতিবেশী রেশমার নেড়ে দেয়া উড়না ছিড়ে ফেলেন। কিন্তু উড়না ছেড়ার সময় কেহ না দেখে ছাগল পালনকারী ফাহিমাকে দোষ দিতে থাকে প্রতিপক্ষরা। ফাহিমা বলেন তার ছাগল যে রেশমার উড়না ছিঁড়ে ফেলেছে সেটা কেহ দেখেনি বা প্রমান নেই। তবে এতে তাকে দোষারোপ করা হচ্ছে। এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই বাক বিতর্কে জড়িয়ে পরেন। ছাগল পালনকারী ফাহিমা আরো জানান, কেহ যখন উড়না ছিঁড়ে ফেলার ব্যাপারটা দেখেনি সেহেতু ছিঁড়ে যাওয়া উড়না ক্ষতিপূরণ বাবদ টাকা মসজিদে দিয়ে এসে উড়নাওয়ালী প্রতিপক্ষ রেশমা মসজিদ থেকে সেই টাকা ও উড়না নিয়ে আসলে ফাহিমার আর কোন দাবী থাকবে না। ক্ষতিপূরণের টাকা মসজিদ থেকে না নিয়ে প্রতিপক্ষ রেশমা ফাহিমার সাথে ঝগড়া করতে থাকেন। সেই ঘটনার জের ধরে শুক্রবার সকালের দিকে রেশমা ও তার স্বামী ওবায়দুল, মেজবা ও বাবা নূর ইসলাম পরিকল্পিতভাবে ফাহিমার বাড়ীতে এসে হামলা চালায়। হামলার সময় ফাহিমাকে এ্যালোপাতারী মোটা বাঁশ দিয়ে প্রতিপক্ষ মারতে থাকেন। স্ত্রীর উপর হামলা ঠেকাতে গেলে প্রতিপক্ষরা তার স্বামী আজহারুলে উপর হামলা চালিয়ে বাঁশ দিয়ে মাথা ফাটিয়ে সারা শরীর ফোলা জখম করেন। জখম অবস্থায় স্ত্রী ফাহিমার সহযোগীতায় পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়। হামলার শিকার আজহারুলের ফাটা মাথায় ৭টা সেলাই দিয়ে বেডে ভর্তি করে দেয়া হয়। এ ঘটনায় থানা পুলিশকে অবগতি করলে থানা পুলিশ চিকিৎসা নিয়ে আহতকে অভিযোগ দায়ের করতে বলেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিলো বলে অাহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।