ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায়’ লড়ছে যুবক লড়বেই, সমৃদ্ধি বাংলাদেশ গড়বেই- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়ন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২১ই জুন) সন্ধ্যার পর হেলাতলা ব্রাক অফিসের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে কমিটি গঠন করা হয়। হেলাতলা ইউনিয়ন যুবলীগের উদ্দ্যোগে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন আবীরের সুপারিশক্রমে ১২/৬/১৯ তারিখে উপজেলা যুবলীগের বিপ্লবী সভাপতি ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও সংগ্রামী সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের যৌথ স্বাক্ষরিত দলীয় প্যাডে এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটি গঠনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলহাজ্জ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের বিপ্লবী সভাপতি ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা। এসময় তিনি বলেন, যুবলীগ চলবে যুবলীগের নিয়ম নীতির মধ্যে। কোন অপশক্তির কাছে মাথা নত না করে আগামী দিনে সংগঠনকে গতিশীল ও বেগবান করার লক্ষ্য যুবলীগ নেতাকর্মীরা একত্রে কাজ করে যাবেন। মনে রাখতে হবে আপনাদের যুবলীগ সরকার গঠনে অগ্রনী ভূমিকা পালন করেছে। এ যুবলীগের কারণে সরকারের উন্নয়নগুলো যেন ক্ষতিগ্রস্থ না হয়। যুবলীগে কোন বিএনপি-জামায়াত থেকে উঠা আসা নেতা কর্মীদের স্থান দেবে না। যদি এ রকম কোন প্রমান পাওয়া যায় তাহলে কমিটি বাতিল করে সংগঠনিক ব্যবস্থা নেয়া হবে সভাপতি/ সম্পাদকের বিরুদ্ধে। সেদিক লক্ষ্য রেখে যুবলীগকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করছেন। যেন কোন নেতাকর্মীরা সন্ত্রাসীদের সাথে আতাত করতে না পারে। সবদিক থেকে যুবলীগ এগিয়ে চলছে এগিয়ে যাবে এই কামনা করেন তিনি। আলোচনা সভায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ ইউনিয়ন যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে হেলাতলা ইউনিয়ন যুবলীগের ৬৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি’র সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি সাইফুল ইসলাম, সহিদুজ্জামান রানা, শফিকুল ইসলাম, রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক আরেফিন পলাশ, যুগ্ন সাধারণ সম্পাদক শিমুল সরদার, মাহমুদুল হাসান সংগ্রাম, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম জীবন, অর্থ বিষয়ক সম্পাদক রুহুল আমিন, প্রচার- প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক মোখলছুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, শিক্ষা বিষয়ক সম্পাদক করীম গাজী, শ্রম বিষয়ক সম্পাদক মহিনুর রহমান ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবীর গাজীসহ আরো অনেকেই। আগামী তিন বছরের জন্য এ পূর্ণাঙ্গ কমিটি গঠন বা অনুমোদন করা হয়েছে বলে জানা যায়।