ফিরোজ জোয়ার্দ্দার – সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তাড়া করে ৫১ বোতল ফেন্সিডিল (বস্তা) উদ্ধার করেছেন। শুক্রবার (৫ই জুলাই রাত আড়াইটার দিকে মাদরা বাজার এলাকা থেকে এ ফেন্সিডিলের বস্তা উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের নিদের্শনা মোতাবেক এসআই রইচ উদ্দিন সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ওই বাজার এলাকায় একদল চিহ্নিত মাদক পাচারকারীকে তাড়া করেন। পুলিশের তাড়া খেয়ে মাদক ব্যবসায়ীরা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা থেকে ৫১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ ঘটনায় থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে অঙ্গত আসামী করে মাদক মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।