ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ই জুলাই) রাতে পৃথক অভিযানে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের নিদের্শনা মোতাবেক এসআই সুবীর কুমার ঘোষের নেতৃত্বে এএসআই রবিউল ইসলাম, এএসআই মিজানুর রহমান, এএসআই তরুন অধিকারী, এএসআই জসীম উদ্দিন ও এএসআই শেখ মোস্তাক আহম্মেদসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার সীমান্তবর্তী মাদরা মাস্টার পাড়া জাফর গাজীর বাড়ীর সামনে থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ইমন হোসেন (১৯) ও মাদরা গ্রামের জাকির হোসেনের ছেলে শাহীন হোসেন (৩০)। অপর এক অভিযানে গয়ড়া কলেজ মোড় এলাকা থেকে ২০ পিচ ইয়াবাসহ চন্দনপুর গ্রামের হারান মোড়লের ছেলে ইসমাইল হোসেন (২১) ও একাধিক মাদক মামলার পলাতক আসামী ব্রজবাকসা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আরিজুল ইসলাম (২৪) কে বাড়ী থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ইয়াবা ও ফেন্সিডিল ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা নং (১৮-২০) দায়ের করা হয়ে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।