কলারোয়ায় ৬ কোটি টাকা ব্যায়ে উন্নয়ন প্রকল্প কাজের উদ্ভোধন করেন এ্যাড মুস্তফা লুৎফুল্লাহ এমপি

0
3
ফিরোজ জোয়ার্দ্দার- সাতক্ষীরার কলারোয়া পৌরসভাকে ডিজিটাল বা আধুনিকরণ করতে হলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে রাজনৈতিক ব্যক্তিদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও এলাকাবাসীর উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। তাহলে নগর উন্নয়নের কাজ সঠিকভাবে সম্পন্ন করা যাবে। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে গড়তে পৌরসভার সেবাসমূহ খুবই গুরুত্বপূর্ণ। কারণ তৃণমূলে গ্রাম হবে নগরে পরিনত। এখানে সেবা নিতে এসে কোন নাগরিকরা যেন হয়রানির শিকার না হয় সেদিক লক্ষ্য রেখে পৌরসভার জনপ্রতিনিধি ও কর্মকর্তারা সজাগ দৃষ্টি রাখতে হবে। শেখ হাসিনার উন্নয়নের মুল হলো পৌরসভা। পৌরসভা হবে নগর উন্নয়নের রোল মডেল। তাই সরকারের সকল উন্নয়নের ধারা ও উন্নয়ন অগ্রযাত্রাকে অারো বেগবান করতে আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের একত্রে কাজ করতে আহবান জানান। পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজের শুভ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী’র বক্তৃতায় এ্যাড মুস্তফা লুৎফুল্লাহ এমপি এসব কথা বলেন।                                                                                                                                রোববার (২৮ ই জুলাই) সকালের দিকে পশু হাট মোড়ে অবস্থিত উন্নয়ন প্রকল্প কাজের আনুষ্টানিক শুভ উদ্ভোধন করে বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভা অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে আয়েজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সংক্ষিপ্ত আলোচনা মাধ্যমে ও তার সভাপতিত্বে এ্যাড মুস্তফা লুৎফুল্লাহ এমপি আরো বলেন, কলারোয়া পৌরসদরের গুরুত্বপুর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ২য় পর্যায়ে আওতায় প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে নগর উন্নয়নের কাজ শুরু করা হয়েছে। পৌরসভার উন্নয়নের অগ্রগতির এ কাজ ধারাবাহিক ভাবে চলতে থাকবে। বিগত কোন সরকার এ ধরনের উন্নয়ন মুলক কাজ কলারোয়াতে করে নাই। আপনাদের ভোটের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা তৃতীয় বাবের মতো প্রধানমন্ত্রী হওয়ায় তিনি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে বাংলাদেশের উন্নয়নে এ ধরনের কর্মকান্ড হাতে নিয়েছেন। পৌরবাসীকে সঠিক সেবা নিশ্চিত করতে শেখ হাসিনার এই উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে বলে তিনি আশাঁবাদ ব্যাক্ত করেন। শুভ উদ্ভোধনের পর ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথী এ্যাড মুস্তফা লুৎফুল্লাহকে স্বর্ণের নৌকা দিয়ে সংবর্ধিত করেন। আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস, উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যানগণ আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, রবিউল হাসান, চেয়ারম্যান শামসুদ্দীন আল মাসুদ বাবু, শেখ ইমরান হোসেন, এসএম মনিরুল ইসলাম, আসলামুল আলম খান আসলাম, গাজী মাহাবুবুর রহমান মফে, মনিরুল ইসলাম মনি, মাস্টার নূরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, সোনাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম মিজানুর রহমান, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, মফিজুল হক, মেজবাহ উদ্দীন লিলু, আকিমুদ্দীন আকি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here