কলারোয়ায় কাকডাঙ্গা সীমান্তে বিজিবি- বিএসএফে’র পতাকা বৈঠক অনুষ্ঠিত

0
1
 ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় কাকডাঙ্গা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে দুই দেশের স্বার্থ রক্ষার্থে ব্যাটালিয়নের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ই আগস্ট) সকাল সাড়ে ১০টায় দিকে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের মেইন পিলার ১৩/৩ এর সাব পিলার ৩ সংলগ্ন রাজপুর শ্মশানঘাট এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও ভারতীয় বিএসএফের ১১২ ব্যাটালিয়নের নবাগত ভারপ্রাপ্ত কমান্ড্যান্টের মধ্যে পরিচিতি এবং সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধসহ নানা বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়। বিজিবি সুত্রে জানা যায়, বৈঠকে বিজিবি’র পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার। এসময় উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন, কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার হারুনার রশিদ ও মাদরা বিওপির সুবেদার আশরাফ হোসেন। অপরদিকে বিএসএফের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ ১১২ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট চন্দন শিখর। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্টাফ অফিসার রাজদ্বীপ চৌধুরীসহ তিন জন কোম্পানি কমান্ডার। পতাকা বৈঠকে উদ্ধৃতি দিয়ে বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার বিষয়ে উভয় দেশের কমান্ডার একমত পোষণ করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here