ফিরোজ জোয়ার্দ্দার- সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার অঙ্গীকার ভিক্ষুকমুক্ত করবে সরকার। অসহায় পরিবারের মাঝে পৌছায়ে দেবে বিনামূল্যে চাউল। উপজেলার ১২ নং যুগিখালী ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরীব অসহায় পরিবারের মধ্যে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বুধবার (৭ই আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ইউপি চত্বরে ইউনিয়নে ৯টি ওয়ার্ডে গরীব অসহায় পরিবারের মধ্যে এ ভিজিএফের চাল বিতরণ করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল হাসান। এ সময় ৯টি ওয়ার্ডে ৮৬৮ টি কার্ডের বিপরীতে ১৫ কেজি করে মাথা পিছু চাল বিতরণ করা হয়। চাউল বিতরণে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল জলিলসহ নিজ নিজ ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ প্রমুখ।