ফিরোজ জোয়ার্দ্দার- সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ই আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালী বের হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন। পরে উপজেলা মুক্তিযুদ্ধা কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসক আরএম সেলিম শাহনেওয়াজ ও থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের নেতৃত্বে সকল অফিসার বৃন্দ। তারপরে বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস। এসময় উপস্থিত ছিলেন থানার ওসি তদন্ত রাজিব হোসেন, সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পালসহ সরকারী দফতারের সকল কর্মকর্তাবৃন্দ প্রমুখ৷ আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়