ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধারসহ জিআর সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আট ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২০ই মে) রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন
এলাকা থেকে পৃথক অভিযানে ফেন্সিডিল উদ্ধারসহ তাদের আটক করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ
মনিরুজ্জামানের নির্দেশনা মোতাবেক থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদ হাসান ও এসআই রইচ উদ্দিন সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে হিজলদী বাজার পাঁকা রাস্তার উপর থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ হিজলদী গ্রামের মৃত নূর আলী গাজীর ছেলে রুবেল হোসেন (২৫) ও একই গ্রামের খোকন হোসেনের ছেলে সালাউদ্দিন (২০) কে আটক করেন। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং (২২) ২১/৫/১৯ রুজু করা
হয়েছে। অপর দিকে বিশেষ অভিযান চালিয়ে থানার এসআই মাসুদের নেতৃত্বে এএসআই মিজানুর রহমান, এএসআই রবিউল ইসলাম, এএসআই জসিম উদ্দিন, এএসআই তরুন অধিকারী, এএসআই আছাবুর রহমান ও এএসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহয়তায় জিআর সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার বোয়ালিয়া গ্রামের মোহর আলীর ছেলে আবুল কাশেম
(৩০), পাঁচপোতা গ্রামের আবু তালেবের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৪), বিক্রমপুর গ্রামের কাশেম আলীর ছেলে আব্দুল আলীম (৪২), গোয়ালচাতর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে বজলুর রহমান (৫৫), ব্রজবাকসা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আব্দুল লতিফ (২৯) ও ভিখালী গ্রামের মহাসীন আলীর ছেলে মনিরুজ্জামান মনি (৩৫)। আটক সকল আসামীদের মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।