কলারোয়ায় এনআরবিসি ব্যাংকের ৭৩তম শাখার যাত্রা শুরু

0
0

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে শেখ আজমল সুপার মার্কেট, কলারোয়া বাজারে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। রোববার ১৯ ডিসেম্বর, ২০১৯ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৭৩তম শাখার কার্যক্রমের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা এনআরবিসি ব্যাংকের পরিচালক ড. নুরুন নবী। বিশেষ অতিথি ছিলেন-বীর মুক্তিযোদ্ধা এনআরবিসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আবু মোহাম্মদ সাইদুর রহমান, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল গিয়াস, কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মফিজুর রহমান। প্রধান অতিথি ড. নুরুন নবী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দক্ষ কর্মীর মাধ্যমে এনআরবিসি ব্যাংক সাধারণ মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। তিনি বলেন, এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে এনআরবিসি ব্যাংক পাশে থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে আবু মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্দ্যোক্তাদের বন্ধু ব্যাংক হবে এনআরবিসি ব্যাংক। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সাপোর্ট সার্ভিসেস এন্ড ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মোহাম্মদ মোস্তাহাক, কলারোয়া শাখার ব্যবস্থাপক গাজী মোশাররফ হোসেন, কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রয়েসর আবু নসর, এটিএন বাংলার সাতক্ষীরার প্রতিনিধি এম কামরুজ্জামান, ৭১টিভির প্রতিনিধি বরুন ব্যনার্জী, ডিবিসি নিউজ এর প্রতিনিধি এম জিল্লুর রহমান, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী সহ ব্যাংকের গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা। এছাড়া, এই সকল সেবা এক সাথে পেতে রয়েছে মোবাইল অ্যাপ ‘‘এনআরবিসি প্লানেট’’। এছাড়া গ্রাহক সহজেই তার একাউন্ট থেকে এনআরবিসি প্লানেটের মাধ্যমে যেকোন বিকাশ নম্বরে কোন চার্জ ছাড়াই টাকা পাঠাতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here