কলারোয়ায় একই পরিবারের ৪ সদস্য হত্যা মামলায় রায়হানুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

0
0
তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধিঃ : সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসী গ্ৰামের মাছ ব্যবসায়ী শাহিনুর রহমান সহ পরিবারের ৪ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা মামলায় ছোটভাই রায়হানুল ইসলামকে একমাত্র আসামী করে আদালতে চার্জশিট দাখিল করেছে সিআইডি।
দুপুরে সাতক্ষীরার আমলী আদালত-১ এর বিচারক বিলাস কুমার ম-লের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম চার্জশিট দাখিল করেন। সিআইডি’র পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ২৮ জন স্বাক্ষীর সাক্ষ্য ও আদালতে ১৬৪ ধারায় রায়হানুল ইসলামের জবানবন্দী পর্যালোচনা সাপেক্ষে তাকে একমাত্র আসামী করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। ১৫ অক্টোবর ভোর রাতে সাতক্ষীরার কলারোয়ার খলশি গ্রামে মাছ ব্যবসায়ী শাহিনুল ইসলামসহ পরিবারের ৪ সদস্যকে গলা কেটে হত্যা করা হয়। রাতে শাহিনুলের শাশুড়ি ময়না খাতুন বাদি হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের দায়িত্ব দেয়া হয় সি আইডি পুলিশকে। হত্যার দিনই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় নিহতের ছোটভাই রায়হানুলকে। পরের দিন রায়হানুলকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে রায়হানুলকে পুলিশের রিমান্ডে নেওয়া হয়। আদালতে জবানবন্দী নেওয়া হয় ১৬৪ ধারায়। জবানবন্দীতে রায়হানুল স্বীকার করেন, ভাই ও ভাবীকে স্পীডের সাথে ঘুমের ওষুধ খাওয়ায়ে চাপাতি দিয়ে তিনিই ভাই শাহিনুল ইসলামসহ পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেন। পরিবারের বেচে যাওয়া একমাত্র ৫মাসের শিশু মারিয়া সাতক্ষীরা জেলা প্রশাসনের তত্ত্বধানে স্থানীয় হেলাতলা ইউনিয়ন পরিষদের মেন্বর নাসিমা খাতুনের কাছে বেড়ে উঠছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here