তরিকুল ইসলাম, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কন্দল ফসল উন্নয়ন প্রকল্পে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে এখানে পানি কচু নিউটন জাতের লাভজনক ফসলের পরিচিতি প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছ। রবিবার কলারোয়ার পৌরসভায় ঝিকরা দক্ষিণ পাড়া নামক স্থানে অনুষ্ঠিত হয়েছে কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ উপ পরিচালক জনাব নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ জনাব জসিম উদ্দিন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, মহিলা কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। কলারোয়া উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার ও কৃষক কৃষাণি অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় কৃষক রফিকুল ইসলাম নিউটন পানি কচু চাষে তার সফলতা এসেছে সেই কথা গুলো তুলে ধরেন ।এই চাষী আরো বলেন আমার ২০ শতাংশ জমিতে ৭ হাজার টাকা খরচ করে নিউটন জাতের পানি কচু চাষ করে ৩৭ হাজার টাকা বিক্রয় করতে পারবো তিনি অন্যান্য কৃষকদের কে এই নিউটন জাতের পানি কচু চাষ করতে অনুরোধ করেছেন। কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম সাংবাদিকদেরকে জানান কৃষকেরা এই চাষের লাভ দেখে তারা নিজেরাই এই চাষের দিকে ঝুঁকছে।এই চাষে লাভের অংক বেশি বলে মনে করেন!