কলারোয়ায় জাতীয় ভোটার দিবস-২১’র উদ্বোধন

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জাতীয় ভোটার দিবস-২১’ র শুভ উদ্বোধন করা হযেছে। “বয়স যদি আঠার হয়, ভোটার হতে দেরি নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটার দিবসের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে সোমবার (২মার্চ) সকাল ১০ টায় উপজেলা নির্বাচনী কার্যালয়ে ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভোটার কার্ড বিতরণ করেন সহকারি কমিশনার(ভূমি) আক্তার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের সভাপতিত্ব অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, পরিসংখ্যন কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুছ তালুকদার, রিসার্স ইন্সপেক্টর মহিতোষ কর্মকার, ইউপি চেয়ারম্যান স,ম, মোরশেদ আলী, সাংবাদিক তরিকুল ইসলাম, নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর রফিকুল ইসলাম, অফিস সহকারি গোলাম রসুলসহ অসংখ্য ভোটারগণ। উল্লেখ্য, এ পর্যন্ত (২০২১সাল) উপজেলার নতুন ভোটারসহ তালিকাভূক্ত মোট ভোটারের সংখ্যা দাড়ালো ২লাখ ১২ হাজার ৫৫৩ জন। এর মধ্যে পুরুষ- ১ লাখ ৬ হাজর ৪১৭ ও মহিলা -১ লাখ ৬ হাজার ১৩৬ জন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here