ইসহাক, কয়রা প্রতিনিধি: আঠারো মাইল হইতে পাইকগাছা-কয়রা’ উপজেলা পর্যন্ত ৬১ কিঃ মিঃ সড়কের প্রশস্তকরন ও বাঁক সরলী করন মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা-৬, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু আঠারো মাইল নামক স্থানে ৩ শ ৩৯ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান,আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম , পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সড়ক ও জনপদ বিভাগের খুলনা’র নির্বাহী প্রকৌশলী আনিছুজ্জামান মাসুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, উপ-সহকারী রফিকুল ইসলাম, কার্য সহকারী শামিম আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তারা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিল নগর ইউপির সাবেক চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, প্রভাষক ময়নুল ইসলাম যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু ,এম এম আজিজুল হাকিম, রায়হান পারভেজ রনি, সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তারা সহ বিভিন্ন শ্রেনী-পেষার মানুষ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংসদ অধিবেশনে খুলনা-৬’র এমপি মোঃ আলহাজ্ব আকতারুজ্জামান বাবু’ প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্শন করে খুলনা জেলার ডুমুরিয়ার ১৮ মাইল হতে সাতক্ষীরার তালা হয়ে খুলনার সুন্দরবন ঘেষা পাইকগাছা-কয়রা পর্যন্ত আকা-বাঁকা ঝুকিপুর্ন সড়কের প্রশস্তকরন ও ৩৪টি বাঁক সরলী করন করার জন্য দাবী উপস্থাপন করেন। এর পেক্ষিতে সরকার ১৮ মাইল হতে- সুন্দরবন সংলগ্ন কয়রা পর্যন্ত ৩৪টি বাঁক সোজা সহ ৬১ কিঃ মিঃ সড়ক উন্নয়নে ৩শ ৩৯ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্ধ দেন। এ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু বলেন স্বাধীনতার পর পাইকগাছা-কয়রার সড়ক উন্নয়নে এটাই সর্বোচ্চ সরকারী বরাদ্ধ। তিনি আরোও বলেন, সড়কটি’র কাজ শেষ হলে যেমন দুর্ঘটনার ঝুঁকিও কমবে,তেমনি অল্প সময়ে তালা ও পাইকগাছা-কয়রার মানুষ খুলনা সহ দেশের যেকোন শহরের সাথে দ্রুত পৌছানো সম্ভব হবে।