খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিযুক্ত হলেন ড. মাহমুদ হোসেন

0
0

প্রনব মন্ডল, বিশেষ প্রতিনিধিঃ খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ এর (১১) দ এর ১ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও ভিসি মোঃ আব্দুল হামিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড ডিসিপ্লিনের প্রফেসর ড.মাহমুদ হোসেনকে চার বছর মেয়াদে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিযুক্ত করা হয়েছে। গত ২৪ মে ২০২১ খ্রিঃ তারিখে শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন নং- শিক্ষক/ শাঃ১৮ /৮ খুঃবিঃ ১/৯৭ (অংশ-১)/১৬৪ স্মারক খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে প্রফেসরস মাহমুদ হোসেন কে নিয়োগ দেওয়া হয়।তিনি হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ তম ভিসি এবং ওই শিক্ষকদের মধ্যে থেকে নিযুক্ত ২য় শিক্ষক। তিনি আজ সকাল ১১ টায়,আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্বভার গ্রহন করবেন বলে জানিয়েছেন রেজিস্ট্রার কার্যালয় থেকে ।উল্লেখ য, খু.বি.র ১১ তম Vice Chancellor Pro_ Dr. Fayak Uzzaman এর মেয়াদ গত ২৮ জানুয়ারি শেষ হয়।এরপর ৮ ফ্রেবুয়ারি ভিসির রুটির দ্বায়িত্ব দেওয়া হয় প্রোঃ ভিসি ড.মোসান্মাৎ হোসেন আরাকে।প্রায় ৪ মাস পর খুলনা বিশ্ববিদ্যালয় পেলে পূর্ণাঙ্গ ভিসি।খ্যাতনামা এই শিক্ষক জন্মগ্রহন করেন বাগেরহাটের জেলার মোড়লগঞ্জ উপজেলার মধ্য কচুবুনিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে।বিভিন্ন আন্তর্জাতিক জানার্লে তার প্রকাশিত গবেষণা নিবন্ধকের সংখ্যা ১০৫। লেখা বইয়ের সংখ্যা ৩।এবং অনুবাদের বই ২ টি।উপমহাদেশের প্রতম সয়েল আর্কাইভ তার উদ্দোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্হাপিত হয়। দেশি-বিদেশি সংস্থার অথার্য়নে ২৬ টি গবেষণা প্রকল্প বাস্তবায়ন করেছেন তিনি।পূর্বে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে সভাপতি, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের সকল কমর্কতা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এমন একজন ব্যক্তিত্বকে উপাচার্য হিসেবে পেয়ে ধন্য মনে করেন এবং উনার হাত ধরেই খুলনা বিশ্ববিদ্যালয় এক নতুন উচ্চতায় আসীন হবেন এটাই প্রত্যাশা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here