মোঃ আজিজুল হক নাজমুল
প্রতিনিধি কুড়িগ্রামঃ
গত ৩১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
গতকাল ৩ জুলাই প্রতিমন্ত্রী রৌমারীতে কৃষকদের মাঝে ধান সবজি বীজ সামগ্রীও বিতরণ করেন। এ সময় বন্যার্তদের পাশে থাকার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।
উল্লেখ্য, বন্যা পরিস্থিতি অবনতি হবার সাথে সাথেই প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী কুড়িগ্রামে সরকারিভাবে সফর করেন এবং জেলাভিত্তিক ত্রাণ বিতরণ কর্মসূচি সমন্বয় করেন। প্রায় ২ সপ্তাহের অধিকাংশ সময়ই তিনি কুড়িগ্রামে বন্যার্তদের পাশে ছিলেন।
উল্লেখ্য, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ বছর বন্যায় সারাদেশে ১৬৩ টি উপজেলা প্লাবিত হয়। বন্যার পানি কুড়িগ্রামে ছিল ১৪ দিন ধরে। সামগ্রিকভাবে এই বন্যায় তিন লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হলেও শুধু কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় ঘরবাড়ি ছাড়া হয়েছে ৭০ হাজার মানুষ।