আজিজুল হক নাজমুল –
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যে ৫ টি গরু পুড়ে ছাঁই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের জাহাজের আলগা গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের শামসুল হকের গোয়াল ঘর থেকে কয়েলের আগুনের সূত্রপাত হয়ে তা মুহুর্তেই ছড়িয়ে পড়ে। এসময় গোয়াল ঘরে থাকা দুটি বকনা গরু ছুটে বের হয়ে গেলেও ৩ টি গাভি ও ২ টি বকনা গরু পুড়ে ছাঁই হয়ে যায়। সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান সিদ্দিক মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।