মোঃ আজিজুল হক –
প্রতিনিধি কুড়িগ্রাম :
নছিমন-করিমনের অভার টেকিং প্রতিযোগীতায় নছিমনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। রফিকুল ইসলাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ডিগ্রী কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে নিহত রফিকুল ইসলাম (১৮) কলেজ থেকে বাইসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। কলেজের মাত্র ২০/০৩ গজ দূরে নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কে তাকে পিছন থেকে একটি নছিমন চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গরু ভর্তি নছিমন ও ধান ভর্তি করিমনের অভার টেকিং প্রতিযোগীতার কারনে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর নছিমন-করিমন গাড়ি দুটি ফেলে রেখে চালকরা পালিয়ে যায়।
এদিকে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র রফিকুলের মৃত্যুর ঘটনায় এলাকার বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রায় ২ঘন্টা সড়ক অবরোধ করে এর প্রতিবাদ জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নাগেশ্বরীর এএসপি (সার্কেল) লুৎফর রহমান জানান, আমরা গাড়ি আটক করেছি এবং এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।