আজিজুল হক নাজমুল
কুড়িগ্রাম, প্রতিনিধিঃ
কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবস পালনে
বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে, জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান স্মরণে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্ব করেন বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সম্পাদক, সাবেক এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব
জাফর আলী, সহ-সভাপতি এমএ চাষী করিম, বদিউল আলম, যুগ্ম সাধারন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা আ.লীগ নেতা অলক সরকার, ছানালাল বকসী, পৌর আ.লীগ সাধারন সম্পাদক কাজিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি রাকিবুজ্জামান রাকিব, সাধারন সম্পাদক রাকিবুজ্জামান রনি, জেলা মহিলা আ. লীগ নেত্রী ফাল্পগুনী তরফদার, জেসমিন লাকী, রাজারহাট উপজেলা মহিলা আ.লীগ নেত্রী সাবেরা সুলতানা হ্যাপী প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যা করে দেশে এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা করা হয়। জাতি এমন কলঙ্কিত অধ্যায় দেখতে চায় না।