ফুলবাড়ীত ঋষি বিদ্যাপিঠর তৃতীয় বর্ষপূর্তিতে র‌্যালী ও আলাচনা সভা

0
2
আজিজুল হক নাজমুল –
কুড়িগ্রাম প্রতিনিধি :
”ব্রহ্মচার্য্য শিক্ষা কর ব্রহ্মচার্য্য পালন কর,মাদক মুক্ত সমাজ গড় বাল্যবিবাহ বন্ধ কর” এই শ্লাগানকে ধারণ করে কুড়িগ্রামর ফুলবাড়ীতে ছাত্র জীবন ব্রহ্মচর্য্য শিক্ষার গুরুত্ব ও ধর্মীয় নৈতিক শিক্ষা সম্পর্ক সচতনতায় সষ্টির লক্ষ্যে র‌্যালী,আলাচনা সভা ও ভক্তিমুলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঋষি বিদ্যাপিঠের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে, শুক্রবার দুপুর কমলাকান্তÍ সনের বাড়ীর উঠানে কাশিপুর মাসানর পাঠ সন পাড়া ঋষি বিদ্যাপিঠের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে বাবু মুকুল চদ্র শীলর সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডা: সুভাষ চন্দ্র সরকার, ঋষি বিদ্যাপিঠের প্রতিষ্ঠাতা ও পরিচালক নারায়নণ চন্দ্র রায়,সাইফুর রহমান সরকারী কলজের প্রভাষক শংকর কুমার সেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগর সহ-সভাপতি ড: আব্দুস ছামাদ,ঋষি বিদ্যাপিঠের শিক্ষা গুরু মধু সরকার ও শিক্ষিকা বিউটি রানী রায় প্রমূখ।
উল্লখ্য , ঋষি বিদ্যাপিঠের ২০১৫ সালের ১ জানুয়ারী যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ থক ঋষি বিদ্যাপিঠের মাধ্যমে সনাতন ধর্মীয় শিক্ষার্থীদের নতিক অবক্ষয় রোধ কাজ করে আসছে। সই সাথ মাদক মুক্ত ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনর ঋষি বিদ্যাপিঠ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here