আজিজুল হক নাজমুল –
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিদ্রোহী প্রার্থী শাহাজামাল সরকার কর্তৃক মনগড়া ইউনিয়ন কমিটি গঠন ও তার অশ্লীল বক্তব্যের প্রতিবাদে সমাবেশ করেছে যাত্রাপুর ইউনিয়নের তৃণমূলের নেতা-কর্মীরা। গতকাল বিকেলে জেলা সদরের যাত্রাপুর হাটে যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের আয়োজনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক যাত্রাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহাদত হোসেন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মনির হোসেন, মুক্তিযোদ্ধা কাচুয়া মামুদ, ৬নং ওয়ার্ড আ.লীগ সাবেক সাধারন সম্পাদক এছাহাক আলী প্রমুখ। বক্তরা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র অনুযায়ী দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হলে এবং দলীয় প্রার্থীর বিরোধিতা করিলে তাদের মুল দল বা সহযোগী সংগঠন হইতে বহিস্কৃত করা হইবে। শাহাজামাল সরকার যাত্রাপুর ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীকে ভোট করেছিলেন। তাহলে সে মনগরাভাবে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি কিভাবে গঠন করে। এছাড়াও তিনি বিভিন্ন প্রোগ্রামে ইউনিয়নের তৃণমুলের নেতা-কর্মীদের সমন্ধে মিথ্যাচার ও অশ্লীল বক্তব্য রাখে। আমরা তার এরকম কর্মকান্ডের সু-ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ’র সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করছি।