কুড়িগ্রামে শহীদ শেখ ফজলুল হক মণির ৮১তম জন্মদিন পালন

0
0
আজিজুল হক নাজমুল –
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে তিনি জন্ম গ্রহন করেন শেখ ফজলুল হক মণি।
ষাটের দশকে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সাহসী নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে যুব রাজনীতির সূচনা করেন।
আজ ৪ ডিসেম্বর ২০১৯ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮১তম জন্মদিন উপলক্ষে কুড়িগ্রাম জেলা যুবলীগ নানা কর্মসূচি গ্রহন করেছেন। কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শেখ ফজলুল হক মণির প্রকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করে কর্মসূচী শুরু হয়। কেক কাটা,মিলাদ মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘটে।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ জাফর আলী সাববেক সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান কুড়িগ্রাম ও সাধারন সম্পাদক জেলা আওয়ামীলীগ কুড়িগ্রাম,  অধ্যাপক এম এ মতিন সংসদ সদস্য ২৭ কুড়িগ্রাম ৩, বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল সভাপতি জেলা আওয়ালীগ কুড়িগ্রাম, রেদোয়ানুল হক দুলাল চেয়ারম্যান কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ ও যুগ্ন-আহবায়ক জেলা যুবলীগ কুড়িগ্রাম,আনিচুর রহমান চাঁদ যুগ্ন-আহবায়ক জেলা যুবলীগ কুড়িগ্রাম,আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন দুলাল,জেলা পরিষদ সদস্য একরামুল হক বুুলবুল প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here