কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক সেমিনার, কুইজ প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফুলবাড়ী (ইউস্যাফ) এর উদ্যোগে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের হল রুমে বিশ্ববিদ্যালে ভর্তি বিষয়ক সেমিনারে, শতাধিক শিক্ষার্থী নিয়ে কুইজ প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
সেমিনারে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম সবুজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী শাহ আজিজ ইমন, রংপুর মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী আল-আমিন হক লিটন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী তাজুল ইসলাম, মেরিন একাডেমির শিক্ষার্থী আশরাফুল আলম প্রমূখ।