আজিজুল হক নাজমুল,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের জকুরটল এলাকায় ২দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিনে সহস্রাধিক তৌহদি মুসলিম জনতার ঢল নেমেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) শিমুলবাড়ি তৌহদি মুসলিম জনতার উদ্যোগে ষষ্ঠবার এই ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিলের প্রথম দিনে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিমুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এজাহার আলী এবং প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন, হাফেজ মাওলানা মোঃ নুরুল ইসলাম (টাঙ্গাইলী)। এছাড়াও দ্বিতীয় বক্তা হিসেবে শিমুলবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত মাওলানা মোঃ সামছুল হক সাহেব ও তৃতীয় বক্তা হিসেবে শিমুলবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র হাফেজ মাওলানা মোঃ শাখাওয়াত হোসাইন পবিত্র কুরআনের তাফসির পেশ করেন।
বুধবার (১১ ডিসেম্বর) তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনে বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ওয়াহেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও প্রধান তাফসির কারক হিসেবে পবিত্র কুরআনের তাফসির পেশ করবেন, হযরত মাওলানা মোঃ শাইখুল ইসলাম শাইখ। এছাড়াও দ্বিতীয় বক্তা হিসেবে হযরত মাওলানা মোঃ মাহমুদ হাসান ও তৃতীয় বক্তা হিসেবে হাফেজ মাওলানা মোঃ শাখাওয়াত হোসাইন পবিত্র কুরআনের তাফসির পেশ করবেন।