ফুলবাড়ীতে পর্যটন কেন্দ্র না থাকায় শেখ হাসিনা সেতুতে বাড়ছে পর্যটকদের ভিড়

0
18

আজিজুল হক নাজমুল (কুড়িগ্রাম) – ঈদের প্রথম দিন বিকাল থেকে ঈদের পর আজ বিকালে ধরলার পাড়ে হাজারও মানুষের ভিড় দেখা গেছে।কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শেখ হাসিনা ধরলা সেতুর দুই পাড় ছিল মানুষের ঢলে উৎসব মুখর। আনন্দ উদযাপন করতে কেউ ঘুরছেন পায়ে হেঁটে, কেউ রিকশা, ইজিবাইক, বাইসাইকেল, মোটরসাইকেলে। কেউ মেতেছেন মহিষের গাড়ি নিয়ে। আবার কেউ ডিঙ্গি নৌকায় চেপে ঘুরছেন ধরলার বুকে।

ঈদ উৎসবকে কেন্দ্র করে ধরলা পাড়ে বসেছে ছোটবড় দোকানের পসরা। পাওয়া যাচ্ছে ফুচকা, চানাচুর, আইসক্রিম, বেলুন, মেয়েদের চুড়ি-ফিতা। বিক্রিবাট্টাও হচ্ছে দেদারসে।

নদীর পাড়ে ঘুরতে আসা কুড়িগ্রাম সংসদীয় ১ আসনের এমপি মহাদয়ের এ্যাম্বাসেডর, সাবেক গণযোগাযোগ বিষয়ক বাংলাদেশ ছাত্রলীগ সরকারি তিতুমীর কলেজ শাখা ও ঢাকাস্থ রংপুর বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদ এর সহ-সভাপতি তিতুমীর কলেজ।  আপেল খন্দকার জানান, ঈদের আনন্দ উপভোগ করতে আমরা নাগেশ্বরী থেকে এসেছি। এসে ভালো লাগছে। শেখ হাসিনা ধরলা সেতুর দুই পাড়ে পর্যটন কেন্দ্রের দাবি জানাচ্ছি।

লালমনিরহাট থেকে সোনালী আক্তার ও মোনালিসা এবং নাগেশ্বরী উপজেলা থেকে সাথী, জীবন জানান, ঈদের আনন্দ উপভোগ করতে পরিবারের সঙ্গে এখানে এসেছি। সব মিলিয়ে আমরা এবারের ঈদ আনন্দটা উপভোগ করেছি।

উল্লেখ্য, শেখ হাসিনা ধরলা সেতুটি প্রায় ১৯২ কোটি টাকা ব্যয়ে ১৯টি স্প্যান বিশিষ্ট ৯৫০ মিটার পিসি গার্ডারের কাজ সম্পন্ন করে এলজিইডি। গত ২০১৮ সালের ৩ জুন প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি’র উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here