কুড়িগ্রামে ৩দিন ব্যাপী ৪০তম জাতীয় সাইক্লিং প্রতিযোগীতা শুরু হয়েছে।

0
7
আজিজুল হক নাজমুল (কুড়িগ্রাম) – কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ৪০তম জাতীয় সাইক্লিং প্রতিযোগীতা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় মহিলা ২০ কিলোমিটার এবং পুরুষ ৪০ কিলোমিটার টাইম ট্রায়াল এর মাধ্যমে ইভেন্টের প্রথম দিনের সাইক্লিং প্রতিযোগীতা শুরু হয়। প্রথম দিনে মহিলা ২০ কিলোমিটার টাইম ট্রায়ালে ৩৮.২৩.৩২ সময় নিয়ে প্রথম হয়েছে সুবর্ণা বর্মা (আর্মি), ৪০.১০.৭২ সময় নিয়ে দ্বিতীয় হয়েছে শরিফা আক্তার (আনসার ব্যাটালিয়ন) এবং ৪১.৫৩.৮৮ সময় নিয়ে তৃতীয় হয়েছে রিতা খাতুন (বিজিএমসি)। অন্যদিকে ৪০ কিলোমিটার পুরুষ টাইম ট্রায়ালে ১.০৭.৫৬.৪৩ সময় নিয়ে প্রথম হয়েছে সবুর হোসেন (বিজিবি), ১.১১.৫০.০৪ সময় নিয়ে দ্বিতীয় হয়েছে হেলাল হোসেন (আর্মি) এবং ১.১২.১৯.৫২ সময় নিয়ে তৃতীয় হয়েছেন হাসান আলী (আনসার ব্যাটালিয়ন)। কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ত্রিমোহনী থেকে সেলিম নগর পর্যন্ত টাইম ট্রায়াল সাইক্লিং অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনের দ্বিতীয় ভাগে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে পুরুষ এবং মহিলা অলিম্পিক স্প্রিন্ট অনুষ্ঠিত হচ্ছে। ৪০তম জাতীয় সাইক্লিং প্রতিযোগীতা-২০১৯ এবছর কুড়িগ্রাম জেলায় অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগীতায় ৬টি করপোরেট এবং ১৫টি জেলা দল সহ মোট ২৫০ জন সাইক্লিষ্ট অংশ গ্রহন করেছে। পুরুষ সাইক্লিষ্ট ৯টি ও মহিলা সাইক্লিষ্ট ৯টি দলে মোট ১৮ টি ইভেন্টে অংশ নিয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here