ডা. শাহরিয়ার আহমেদ – অভয়নগর উপজেলা বুইকারা গ্রামের সরখোলা মহল্লা নিবাসী জনাব মকবুল হোসেন মাষ্টার আর নেই। গতকাল ৮ই সেপ্টেম্বর মঙ্গলবার তিনি মৃত্যু বরন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জনাব মকবুল হোসেন মাস্টার ১৯৬৩ সালের ৩১ জুলাই যশোর অভয়নগর উপজেলার অন্তগর্ত সরখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমিক শিক্ষা গ্রহন করেন গ্রামের সরকারি প্রথমিক বিদ্যালয়ে। ১৯৭৪ সালে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যেমিক বিদ্যালয়ে ভর্তি হন।১৯৭৬ সালে জুনিয়র বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ বৃত্তিপ্রপ্ত হন। ১৯৭৬ সালে জুনিয়র বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে মানবিক বিভাগ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর ১৯৮১ সালে যশোর সিটি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে প্রথম বিভাগে এইচ,এস,সি পাশ করেন। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে ভর্তি হন স্নাতকে কিন্তু পরিবারের সমস্যার কারনে তাকে বাড়ি আসতে হয় এবং
১৯৮৪ সালে মেহেরপুর সরকারি কলেজ থেকে দ্বিতীয় বিভাগে বি,এ পাশ করেন। এরপর তিনি শিক্ষকতা জীবনে প্রবেশ করেন। ১৯৮৫ সালের ১৬ ফ্রেব্রুয়ারী থেকে ৩১ জানুয়ারি ১৯৮৬ পর্যস্ত রাজনগর আলিয়া মাদ্রাসা তে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। অত:পর ১ ফেব্রুয়ারি ১৯৮৬ থেকে ১১ এপ্রিল ১৯৯২ পর্যন্ত নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।
১৯৮৮ সালে তিনি ঢাকা রাজস্ব ভবনে অডিটর পদে যোগদান করেন। কিন্তু এ চাকুরী তার ভালো লাগেনি। দেড় মাস পরে ইস্তফা দিয়ে আবার তিনি শিক্ষাকতায় ফিরে আসেন। ১৯৮৬ সালে তিনি রাষ্ট্র বিজ্ঞানে দ্বিতীয় শ্রেনীতে এম,এম ডিগ্রি লাভ করেন। ১৯৮৬ -৮৭ শিক্ষাবর্ষে খুলনা টি,টি কলেজ থেকে বি,এড ডিগ্রি লাভ করেন। ২০০০ সালে আই, ই,আর (ঢাকা বিশ্ববিদ্যালয়) থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করে এম,এড (শিক্ষা প্রশাসন) ড্রিগ্রী লাভ করেন। ১৯৯২ সালের ১২ এপ্রিল তারিখে তিনি যশোর জিলা স্কুল,যশোর – এ সহকারি শিক্ষক হিসাবে যোগদান করেন। ১৪ আগষ্ট ২০১০ ইং তারিখে তিনি ফুলতলা সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ৯ জুন ২০১৪ থেকে অদ্যবধি তিনি শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন।
* নারী শিক্ষা ও ছাত্রী উপবৃত্তি সম্পর্কে তিনি একখানা থিসিপি লিখেছেন।
তিনি একজন অনেক ভালো মানুষ,দীন দারদী ও মানবিকতায় বিশেষ ভাবে পরিচিত। তিনি অত্যান্ত সাধারণ জীবন যাপনে অভ্যাস্ত।
একজন আদর্শ দক্ষ শিক্ষক হিসাবে যশোর জেলায় তিনি বেশ সুপরিচিত। তিনি অভয়নগর উপজেলা মাধ্যেমিক শিক্ষক সমিতির চারজন প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম।
দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের জন্য তিনি নিজে মকবুল হোসেন মাষ্টার শিক্ষাবৃত্তি ফান্ড” গঠন করে দরিদ্রদের জন্য বৃত্তি প্রদান করেছেন।