মনিরামপুরের চাকলায় গবাদি পশু দ্বারা ফসল বিনষ্টের অভিযোগে সংঘর্ষে জখম ৪

0
0

আহসান উল্লাহ, বিশেষ প্রতিনিধিঃ যশোর জেলার মনিরামপুর উপজেলার চাকলা গ্রামে ফসলের ক্ষতি নিয়ে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষ হয়। আজ সকাল ১০টার দিকে তৈহিদ খাঁ পিতা আকবর খাঁর ছাগলে প্রতিবেশী আলতাব হোসেন পিতা আজিজুর রহমানের আঙিনায় রোপন করা বেগুনের ক্ষেত নষ্ট করে। ছাগলের মালিক খোঁজার জন্য ছাগল আটকে রাখে পুত্রবধূ সুমাইয়া স্বামী ইমাম হোসেন। একপর্যায়ে কথাকাটাকাটি পরে তৈহিদ খাঁ, ছেলে টনি ও ভাই জাকির খাঁ সহ স্ত্রী রাইমা বাড়ি থেকে কুঁড়াল, দা, লাঠি নিয়ে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় পুত্রবধূ সুমাইয়া খাতুন (২০) আলতাফ হোসেন (৪৫) ফেরদৌসী (৪০) রহিমা খাতুন (২২) আঞ্জুরা বেগম (২৮)। ঘটনা স্থানে অচেতন অবস্থায় পড়ে থাকা আহতদের উদ্ধার করে প্রতিবেশীরা অ্যাম্বুলেন্স খবর দিয়ে স্থানীয় মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ওই সময় সুমাইয়া খতুন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় অবস্থা আশঙ্কাজনক ছিল। অাহত পরিবারের বক্তব্য তৌহিদ খাঁ স্থানীয় রাজনৈতিক প্রভাবে চলেন। তার ভয়ে গ্রামবাসী আতঙ্কে থাকে। প্রতিবাদ করলে মারধর ও জীবননাশের হুমকি দেয়। আহত পরিবার অন্যায় এর সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here