মোরেলগঞ্জে পরিকল্পিতভাবে বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

0
8

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুল শিক্ষিকার বসতঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে শিক্ষিকা রাশিয়া আক্তারের বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে অংশ নিলেও ততক্ষণে ঘরসহ সকল মালামাল পুড়ে যায়। আগুনে নগদ টাকাসহ কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে পরিবারটির।

রাশিয়া আক্তার স্থানীয় ৯৪ নং বি. সোমাদ্দারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তার স্বামী মিজানুর রহমান একজন ব্যবসায়ী। একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কারনে ঘটনার সময় তারা কেউ বাড়িতে ছিলেন না।

পূর্ব শত্রুতার কারনে বাড়িতে কেউ না থাকার সুযোগে পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন শিক্ষিকা রাশিয়া আক্তার ও তার স্বামী মিজানুর রহমান।

এ সর্ম্পকে উপজেলা ফাঁয়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর কুমার দেবনাথ বলেন, স্কুল শিক্ষিকার বাড়িতে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের ৭ সদস্যর একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছেন। আগুনের সূত্রপাতের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, রাতেই নিকটস্থ ফাঁড়ি ও থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here