মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের বারবার নির্বাচীত সাবেক সভাপতি, ক্রীড়া সংগঠক, বিশিষ্ট সমাজ সেবক প্রবীন সাংবাদিক মো. জামাল শরীফ ইন্তেকালে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৩টায় মোরেলগঞ্জ প্রেসক্লাব আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি বিএম. রফিকুল ইসলাম মাসুম।
মরহুম সাংবাদিক মো. জামাল শরীফের ব্যক্তিগত ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তৃতা করেন মোরেলগঞ্জ থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফ, সাবেক সভাপতি মেহেদী হাসান লিপন, সাংবাদিক রাজিব আহসান রাজু, সাংবাদিক গনেশ পাল, উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ, এম শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আবুবকর সিদ্দিকী আবু, প্রদর্শক ইসমাইল হোসেন তালুকদার, সাংবাদিক এইচএম. জসিম উদ্দিন শাহীন, মরহুমের বড় জামাতা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মাওলানা লুৎফর রহমান, সাবেক ইউপি সদস্য আ. জলিল আকন, প্রেসক্লাব সহসভাপতি ফজলুল হক খোকন, সহসাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম খোকন, প্রেসক্লাব সদস্য যথাক্রমে সাংবাদিক হেমায়েত হোসেন হিমু, মো. শাহজাহান আলী হায়দার, এম পলাশ শরীফ, বিএম.মাহবুবুর রহমান, , মরহুম সাংবাদিক মো. জামাল শরীফের একমাত্র ছেলে রাকিব শরীফসহ তার পরিবারের সদস্যরা।
সভাশেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা হাফেজ মো. ইউনুসুর রহমান। দোয়ায় অংশগ্রহণকারী উপস্থিত ২ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রবীন সাংবাদিক মো. জামাল শরীফ গত মঙ্গলবার সন্ধা ৭ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।