মোরেলগঞ্জে ডাকাতিকালে গণধর্ষণ: আদালতে আসামির স্বীকারোক্তি ও মালামাল উদ্ধার

0
0
মোরেলগঞ্জ প্রতনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষকের বাড়িতে ডাকাতির পর গৃহবধূকে(৩৫) গণধর্ষণ মামলার প্রধান আসামি বর্শিবাওয়া গ্রামের মৃত মজিদ শিকদারের ছেলে রিয়াজ শিকদার(৪০) ঘটনার স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছে আদালতে। শনিবার আদালতে তোলা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে থানার ওসি মো. ইবকাল বাহার চৌধূরী জানিয়েছেন। একই সাথে আদালত এ ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার থাকা মুনসুর হাওলাদারের ছেলে এনামুল হাওলাদারের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত মঙ্গলবার রাতে উত্তর জিলবুনিয়া গ্রামের অরবিন্দু ডাকুয়ার বাড়িতে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে। রিয়াজ শিকদারের নেতৃত্বে মুখোশধারী ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে গৃহকর্তা অরবিন্দু ডাকুয়া ও তার ছেলেকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে। পরে নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল হাতিয়ে নেয়।ঘটনার পর থেকে অভিযানে নামে পুলিশ ও র‌্যাবের একাধিক দল। এ মামলার প্রধান আসামি রিয়াজ শিকদারকে গ্রেফতার করে র‌্যাব-৬ এর সদস্যরা। থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্র, মোবাইল সেট, ২৫০০ টাকা, ২ বস্তা সুপারি উদ্ধার ও এনামুল হাওলাদারকে গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here