কলি আক্তার, মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ঢেপুয়ারপাড় গ্রামে ১৮ শতাংশ জমির পেঁপে ও কাকরল ফল ক্ষেত রাতের আঁধারে নষ্ট
করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ এপ্রিল) রাতের এ ঘটনায় পথে বসেছেন
আলী আকবর খান নামে এক দরিদ্র কৃষক।
এ ঘটনায় আইনের আশ্রয় নিতে একই গ্রামের নুরুজ্জামান খান দুলাল
(৪৮) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ
করেছেন ওই ক্ষতিগ্রস্থ কৃষক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢেপুয়ারপাড় গ্রামের মাঠে পৈত্রিকসূত্রে পাওয়া ১৮ শতাংশ জমিতে পেঁপে আর কাকরলের চাষাবাদ করেন কৃষক আলী আকবর। এ বছর তিনি বেশি লাভের আশায় অল্প সংক্ষক পেঁপে গাছ রেখে বাকি জমিতে কাকরলের চাষ করেন। আর মাত্র এক মাস
পরই পর্যায়ক্রমে তিনি অন্তত আড়াই থেকে ৩ লাখ টাকার পেঁপে আর কাকরল ফল বিক্রি করতেন।
এরই মাঝে বুধবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ১৮ শতাংশ জমিতে লাগানো প্রায় ৪০০ কাকরল গাছ ও ৬০টি পেঁপে গাছ কেটে এবং উপরে
ফেলে ধ্বংস করে দেয়। এতে করে পথে বসেছেন সেই কৃষক।