মোরেলগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল

0
0

 

কলি আক্তার,মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. আমির হোসেন দুলাল শিকদার। তিনি ঐতিহ্যবাহী বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ইং উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে তাঁকে নির্বাচিত ঘোষণা করে উপজেলা বাছাই কমিটি। একই সাথে উপজেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় হিসেবেও নির্বাচিত করা হয়েছে তারই পরিচালিত বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়কে।
জানা যায়, আমির হোসেন দুলাল শিকদার ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দান করেন। পরবর্তীতে তিনি একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। যোগদানের পর থেকেই তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
জানতে চাইলে প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন, তার আলোকে ১৯৭৩ ইং সালে তৎকালীন সময়ে বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মরহুম কেরামত আলী শিকদার বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবদি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠাতা মরহুম কেরামত আলী শিকদার, মরহুম আলহাজ্ব নূরুল ইসলাম খান (সাবেক চেয়ারম্যান), জমিদাতা মো. জাহের আলী শিকদারসহ স্থানীয় অন্যান্য সমাজ সেবক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকতা ও ত্যাগের ফলে বিদ্যালয়টি উত্তরোত্তর সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক খান আ. মোতালেব এবং প্রতিষ্ঠাতার ছেলে (বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান) বিদ্যালয় ম্যানেজিং কমিটির একধিকবার নির্বাচিত সাবেক সভাপতি মরহুম মো. রফিকুল ইসলাম বাচ্চুর অক্লান্ত পরিশ্রম ও তাদের আশা আকাঙ্খার ফল বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি এইচ. এম. বদিউজ্জামান সোহাগের (সাবেক সভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ) নেতৃত্বে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে এবং বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক হিসেবে তিনি উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে ১ম স্থানসহ বিভিন্ন পুরস্কার লাভ করে।
প্রধান শিক্ষক আরও জানান, এই বিদ্যালয় থেকে প্রতি বছর পাবলিক পরীক্ষায় গোল্ডেন A+ সহ পাশের হার ৯৮% থেকে ১০০%। প্রতিবছর JSC. ও SSC. পরীক্ষায় শিক্ষার্থীরা মেধা বৃত্তি লাভ করে থাকে।
বিদ্যালয়ের সকল কৃতিত্ব এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের। এ বিদ্যালয়ের বহু শিক্ষার্থী আজ বিসিএস. ক্যাডারসহ দেশ-বিদেশের সরকারি-বেসরকারি বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করছেন। কেউ রাজনৈতিক নেতা, কেউ ডাক্তার, কেউ কেউ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ পুলিশের উর্ধতন কর্মকতা।
প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল বলেন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার জন্য। আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং আমার পরিচালিত বিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
শিক্ষার্থী অভিভাবকেরা জানান, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সহ-পাঠ্যক্রম, শিক্ষামূলক কার্যক্রমে অত্যন্ত সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে। প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠাতা পরিবারের একজন হিসেবে তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করছেন।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here