মনিরামপুরে শিশু সন্তান ও স্ত্রী হত্যার বিরুদ্ধে অভয়নগরে মানব বন্ধন

0
0

মনিরুজ্জামান মিল্টন-অভয়নগর প্রতিনিধিঃ অভয়নগরে ৩ বছর বয়সী কন্যা সন্তান ও অন্তঃসত্বা স্ত্রীকে হত্যার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বুধবার দুপুরে বুধবার দুপুরে যশোর -খুলনা মহাসড়কের নওয়াপাড়া প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের নারী-পুরুষের উপস্থিতিতে এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের দত্তগাতী গ্রামের পিয়া মন্ডল (২৩) এর সাথে মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের প্রভাষক কনার মন্ডলের বিয়ে হয়।গত ৭ই আগষ্ট কনার মণ্ডলের বাড়ি থেকে অন্তসত্তা,স্ত্রীর এবং তার শিশু কন্যা সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, ইউপি সদস্য সাইফুল ইসলাম সহ আরো অনেকে। মানব বন্ধনে বক্তারা বলেন কথার মন্ডল পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ার বিষয়টি তার স্ত্রী পিয়া মন্ডল জেনে ফেলায় কনার মন্ডল পরিকল্পিত ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। হত্যার পর পরিকল্পিত ভাবে তাদের মৃতদেহ রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে রান্নাঘরে ঝুলিয়ে হয়েছে। বক্তারা কনার মন্ডলের উপযুক্ত শাস্তির জোর দাবী জানান। ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে পরিবার ও এলাকাবাসী অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আমিনুর রহমান এর নিকট স্বারকলিপি পেশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here