নবিগঞ্জ প্রতিনিধিঃ ননবীগঞ্জে স্বামী, শশুড় ও শাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে ৪ মাসের অন্তঃসত্তা আখি আত্মহননের পথ বেচেঁ নেয় পিতার অভিযোগ শশুড় বাড়ির লোকজন আখি’কে হত্যা করেছে \ স্বামী আটক নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃনবীগঞ্জ পৌর এলাকার পুর্ব তিমিরপুর গ্রামে গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ৪ মাসের অন্তঃসত্ত¡া গৃহবধু আখি আক্তার (১৯)কে তার স্বামী ও স্বামীর বাড়ির লোকজন যৌতুকের জন্য নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন নিহত আখির পরিবার। পুলিশ হাসপাতাল থেকে মৃতের ছুরতহাল শেষে থানায় নিয়ে আসেন। আজ বুধবার (১২ এপ্রিল) হবিগঞ্জ
রা হবে বলে জানাগেছে। এদিকে নিহতের স্বামী বিজয় মিয়া জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।সুত্রে জানাযায়, নবীগঞ্জ পৌর এলাকার পুর্ব তিমিরপুর গ্রামের ফজল মিয়ার ছেলে বিজয় মিয়া (২৪) ভালবেসে এক বছর আগে বিয়ে করে একই গ্রামের ছায়েদ মিয়ার মেয়ে আখি বেগম(১৯)কে। প্রেম করে বিয়ে করায় এবং মেয়ে পরিবারকে ছোট জাত আখ্যা দিয়ে ছেলের পরিবার প্রথমে তাদের বাড়িতে জায়গা দেয়নি। কিছু দিন পর ছেলেকে তার স্ত্রীকে থাকার জন্য বাড়ির পাশে আলাদা ঘর নির্মাণ করে দেন বিজয় মিয়ার পিতা ফজল মিয়া। কিন্তু বিয়ের কিছু দিন যেতে না যেতেই মৌতুকের জন্য আখি বেগমকে মারপিট করে তার স্বামী, শশুড় ও শাশুড়ি। খবর পেয়ে মেয়ের বাবা একাধিকবার তাদের বাড়িতে মেয়ে দেখতে যেতে চাইলে স্বামীর পরিবার সেই সুযোগ দেয়নি। তবে প্রায় সময়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। গতকাল মঙ্গলবার ইফতারের ১০ মিনিট আগে স্বামী বিজয় মিয়া তার শশুড় ছায়েদ মিয়ার মোবাইল নম্বা